লকডাউন
সকাল হয় ঘুম ভাঙ্গে তাড়া নেই আজ সময়ের
স্কুল কলেজ অফিস বন্ধ তালা পড়েছে জীবনের
থমকে গেছে মানুষ বদলে গেছে চেনা পৃথিবী
লকডাউনে হারিয়ে গেছে ভালো থাকার চাবি
প্রাণঘাতী ভিনগ্রহের প্রাণী ঘুরছে শহরে শহরে
স্তদ্ধ জীবন আর্শীবাদ না অভিশাপ জীবনের তরে
পরিস্কার বাতাস শান্ত সমুদ্র সবুজে সবুজে বিকশিত
দেশে দেশে লকডাউন নতুন শব্দে জীবন জর্জরিত
বন্দী মোরা ঘরের ভীতরে একমাত্র জীবনকে বাঁচতে
স্বস্তির নিশ্বাস ফেলছে প্রকৃতি দূষন মুক্ত পৃথিবীতে
লকডাউনে জীবন বিপন্ন জীবিকা নিয়েছে কেড়ে
ঝড়ের মত ধেয়ে আসা মৃত্যুর হাহাকার পৃথিবী জুড়ে
ভয়ের চেয়ে ক্ষুধার জ্বালা বেশী নিষ্ঠুর এই উপবাস
ভেঙ্গে পড়েছে ব্যবসা বাণিজ্য অসহায় আজ মানুষ
একটাই প্রার্থনা নিরাপদ হোক সবার আগামী দিনগুলো
আঁধার কেটে জীবানুমুক্ত পৃথিবীতে উঠুক নতুন আলো ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন