শ্রদ্ধাঞ্জলী
নজরুল জন্ম জয়ন্তী
শ্রদ্ধাঞ্জলী.....
"কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী"
মানব সভ্যতার অপরিহার্য দুটি উপাদান নারী ও পুরুষ,,,,,,,, মহান স্রষ্টা নারী ও পুরুষ উভয়কেই সৃষ্টি করেছেন,,,,,,,, এই সমাজ ও সভ্যতা গঠনে নারী পুরুষ ছাড়া চলবে না,,,,,,, তাই দুজনের অবদান সমাজ ওসভ্যতার ভারসাম্যকে বজায় রাখে,,
কিন্ত যুগ যুগ ধরে মানুষের অন্ধ বিশ্বাসে নারীকে সব সময় পুরুষের নীচেই সব সময় স্থান দিয়েছে,,,,,,, ফলে নারী তার উচিত সন্মান কোনদিন পাইনি,,,,,,ড
নারী মানেই শক্তি,,,,,, পরিবার সংসার সন্তানদের দেখা শোনা অফিস সব কিছু সামলিয়েও এক নারী তার বাহিরেও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে চলতে পারে,,,,,সেটা আমরা বহু যুগ যুগ ধরে দেখে এসেছি,,,,,,,,
পৃথিবীতে যেসব গৌরবময় কাহিনী সৃষ্টি রয়েছে তাতে নারী পুরুষের অবদান সমান সমান,,,,,,,,পৃথিবীতে যত রক্তপাত বেদনা দুঃখ কষ্টের যে স্রোত ভেসে গেছে তাতেও নারী পুরুষ সমানভাবেই দায়ী,,,,,,,
দেশকে স্বাধীন করার থেকে আজ অব্দি নারীর অবদান কম নয়,,,,,,,,,,,,,,,,
তৎকালীন সমাজে নারীদের অবদান স্বীকৃত ছিলো না,,, পুরুষই সর্বেসর্বা ছিলো,,,,,,,,
নারীদের দেখা হতো পরনির্ভরশীল দুর্বল হিসেবে,,,,,,,,,,,কিন্তু কবি নজরুল পুরুষদের সর্বেসর্বা মনোভাবকে দলিত করে তাঁর কবিতায় তুলে এনেছেন চিরসত্য ,,,,,,,,দ্বিধাহীন কণ্ঠে উচ্চারণ করেছেন সাম্যের বাণী,,,,,,,
তাঁর কবিতায় তিনি বার বার বলতে চেয়েছেন নারীরা জেগে উঠুক,,,,,,,,,,,,নতুন সূর্যের আলোয় জনরব উঠেছে এই পৃথিবীতে কারো অধীনে কেউ বন্দি নয়,,,,,,নারী পুরুষ দুই সমান,,,,,, ,,,,,
নারীকে যতই চার দেওয়ালের মাঝে বন্দী করা হোক না কেন তার অবদানকে কখনই ছোট করা যায না,,,,,,,কারন
আমরা এখন যেই আধুনিক সমাজে বাস করছি সেখানে তো নারীরা কোন কোন ক্ষেত্রে পুরুষদের ও ছাড়িয়ে গেছে,,,,,,,,তাদের অবদান পুরুষদের থেকেও বেশী মনে করা হয়,,,,,
কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, খেলা, সাংবাদিকতা, লেখালেখিসহ দেশের প্রতিটি ক্ষেত্রেই নারী ও পুরুষের সমান অবদান আমরা সবাই আজকাল দেখতে পাই,,,,,,
আমরা সব সময় দেখেছি নারীকে তার শ্রমের যথার্থ মূল্য সম্মান ও স্বীকৃতি দেয়া হয় না,,,,,,সমাজে নারীকে বিভিন্নভাবে নারী বলে হেয় করা হয়ে থাকে তাই আমরা বলতে চাই নারীকে তার কাজের যোগ্য সম্মান ও সম্মানীদেওয়া প্রয়োজন,,,,,,
কেবল মুখে মুখে সমঅধিকারের কথা বললে হয়না,,,,,,,বাস্তবে ও তা প্রতিষ্ঠার ব্যাপারেও সবাইকে পালন করতে হবে,,,,,,,নারী যেন কোনো হিংসার শিকার না হয় সেদিকে সমাজের দৃষ্টি দিতে হবে।
©️উমা মজুমদার
২০/৫/২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন