শীতল পরশ

আকাশে আজ বিষন্নতার মেঘের ছায়া
গোধূলী বেলায় সূর্য্যের রক্তিম আলোর ছোঁয়া
প্রকৃতির বুকে চলে সৃষ্টির অপার‌  খেলা
দূর গগনেতে নেমে আসে  রবির অস্তবেলা
গোধূলীর রক্তিম আভা কানে কানে বলে  যায় 
আসবো আবার কাল সকালে বলবো না বিদায়
 চেয়ে দেখো গুরু  গুরু মেঘ গর্জন করে আসছে ধেয়ে
উত্তপ্ত দিনের শেষে প্রাণ জুড়াবে শীতল পরশ পেয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ