অনন্য কীর্তি তুমি তাজ
সোনালী আভায় তাজ তোমার মনোরম
ঝড় ঝঞ্চা জলোচ্ছ্বাসে স্থির অটল তুমি,
পথে প্রান্তরে ছড়িয়ে আছে নৈসর্গিক নিদর্শন
রূপে লাবন্যে ভরা আমাদের এই ভারতভূমি।
অনন্য কীর্তি মুঘোল সম্রাট শাহাজাহানের,
অমর সৃষ্টি ভারতের ঐতিহ্য তাজমহল
যমুনার তীরে শ্বেত শুভ্র দাঁড়িয়ে থাকা তাজ
হাজার শ্রমিকের কঠিন পরিশ্রমের চোখের জল।
শাহাজান মুমতাজের ভালোবাসার অমর গাঁথা
শ্বেত মর্মর পাথরের মনোরম সৌন্দর্য্য তাজের শিরে,
ভালোবাসার এক অপূর্ব নিদর্শন প্রেমের প্রতীক
অমর করে রেখে দিলো ভালোবাসাকে তাজ করে।
পাথরের গায়ে লেখা আছে শ্রমিকের শ্রমের শ্বেত বিন্দু
পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল সৌন্দর্য্যের মনোরম তাজ,
সময়ের চাকা ঘুরছে ইতিহাসের পাতা পালটে গেছে
দুচোখ ভরে দেখে তাজ ভুলে গেছে তাদের কথা আজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন