মায়ের শিক্ষা

মা বাবার আদরের মেয়ে সুমি ছোট বেলা থেকে খুব আদরে বড় হয়েছে  ,,,,,হাতের কাছে  সব কিছু পেয়ে যেতো কখনও তেমন কষ্ট করতে হয়নি  ,,,এক গ্লাস জলভরে খেতে‌ও কষ্ট হতো ,,,,সুমির  মা সব সময়  কিন্ত বলতো মেয়েকে নিজের কাজ গুলো নিজে করার জন্য কিন্ত সুমি সেগুলো  এক কান দিয়ে শুনতো আরেক কান দিয়ে বের করে দিতো ,,,,,সুমির সব সময় অসহ্য লাগতো মা এত কাজ কি ভাবে  করে,,,,সুমি মাকে  দেখে‌ও কিছু শেখার চেষ্টা করেনি,,,,,,, সুমির মা সব সময় এটা নিয়ে বেশ চিন্তা করতো ,,,,, বিয়ের  পরে যদি শশুর বাড়ীতে গিয়ে‌ও সে এমন ফরমাইশ করে তখন কি হবে,,,,,
মেয়েদের বিয়ের পরে মেয়ে শশুর বাড়ী যাওয়ার পর  অনেক সময় কাজ কর্ম করতে না পারার জন্য মাকেইযে কথা শুনতে হয়,, দোষ দেওয়া হয়,,মা কিছুই শিখায়নি   আরো নানান কথা,,,,,,,
এদিকে সুমি   নিজে পছন্দ করা এক ছেলেকে বিয়ে করেছে ,,,,,  যে ছেলেকে বিয়ে করেছে সে ছেলে মা বাবার‌ও একমাত্র সন্তান  ,,,,,,,,,
সুমির বাবা পেশায়  ডাক্তার  ,,,,,,, বাবা সব সময়  মেয়েদের একটু বেশী ভালোবাসেন তথাপি সুমির  বাবা‌র‌ও যে চিন্তা ছিলো না তা নয়,,,,,,
সুমির শাশুরি কিন্ত প্রচন্ড কড়া মেজাজের মানুষ ছিলেন তাই   সুমির সাথে একটু বেশী  কেট কেট করতো সুমির সে গুলো ভালো লাগতো না,,,,,,
সুমি মনে মনে ভাবতো   আমার মা ‌ও তো আমার সাথে এমনটা করতো ,,,,, ক‌ই তখন তো আমার রাগ হতো ‌না,,,,,
মা তো সব করে দিতো,,,,,
একদিন সে মাকে ফোন করে বলেছে তার নিজের সব কথা ,,,,,,,,, কিন্ত মা মেয়েকে শুধু একটা কথাই বলেছে তুমি যখন তোমার ভুল গুলো  কোথায় করছো সেটা বুঝতে পারবে তখন দেখবে  তোমার‌ও আর  শাশুরি মার উপর রাগ হবেনা,,, ,,,,,
সুমির শাশুরি মা সুমির পরিবর্তন দেখে সে নিজেই অবাক হয়ে গেছে  ,,,,,,যে শাশুরি  সারাক্ষন বলতো এটা  পারো না ওটা পারো না এখন সে শাশুড়ি  মা বৌ মা‌র জন্য নিজেই চা করে আনছে   বৌ মা।র খেয়াল রাখছে কারন   শাশুড়ি মা বুঝতে পেরেছে  মায়ের শিক্ষায় কোন ভুল ছিলো না তাই সুমি নিজের ভুল গুলো  জানতে পেরেছে এটাই অনেক  ,,,,,,,,এখন সুমি তার বৌ নয় মেয়ের মত তার কাছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ