পৃথিবীর সব থেকে শ্রেষ্ট বন্ধন
মা যে আমার ভারী মিষ্টি
সময়ের কূলে সে এখন ঝাপসা দৃষ্টি
এক সময় খেলে ছিলাম কত তোমার কোলে
সময় বড়ই নিষ্ঠুর কালের স্রোতে যায় ভূলে
তুমি যে আমার "মা" তুমি থাকো হৃদয় জুড়ে
তোমার ছবি থাকে যে সদাই আমার অন্তরে
মায়ের আদর মায়ের ভালোবাসা হয় নাকো কিছু
সমান
যত ইচ্ছে নাও মায়ের স্নেহ মমতা আর ভালোবাসা
তবু ও করো না মাকে অসন্মান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন