স্বপ্ন নিয়ে খেলা
সাধের এই সংসারে দেয় না যে স্বপ্ন গুলো সঙ্গতি
স্বপ্নের সাথে করছে বন্ধুত্ব হবে যে স্বপ্নপূর্তি
স্বপ্ন গুলোর চলছে খেলা নিত্য কানামাছি
স্বপ্ন ময় জীবনে ভেসে যায় জীবন নদের মাঝি
একদিকে স্বপ্ন ভাঙ্গছে অন্যদিকে স্বপ্ন গড়ছে
জীবন যুদ্ধ চলছে দুঃখ কষ্টের স্বপ্নের মাঝে
ফুটপাতে শুয়ে তারা স্বপ্ন দেখে অট্টলিকার
তবুও তারা স্বপ্ন দেখে বাঁচার আশার
নিত্য চলছে স্বপ্নের বেচা কেনার বাজার
সাধের সংসার গড়বে বলে স্বপ্ন দেখে বার বার
জীবন প্রশ্নে জর্জরিত যায় না হেরে মানুষ বলে
রাতের আঁধারে বাসা করে মনে স্বপ্নের ছলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন