সবার মাঝে সুখ

"সবার মাঝে সুখ"
জন্মিলে মরিতে হবে
এই কথাটি সবাই জানে
তবুও সবাই বেঁচে থাকে
এই মায়ার বাঁধনে
এই যে বাঁধন যায় না খুলে
সে যে বাঁধা পড়েছে মায়ার জ্বালে
আছে যন্ত্রনা আছে অবহেলা
না জানে আরো কত কিছু
চলছে যে নিত্যদিন সংসারের এই খেলা
দিন নেই রাত নেই সবাই খুঁজে সুখ
সুখ সুখ করে ছুটছে সবাই
ভূলছে আপন জনের মূখ
সুখ বলে যে নেই কিছু
বাঁধা পড়েছে খাঁচার ভিতরে
সুখ সুখ করে কেঁদো না আর
সে যে বাস করে সবার মাঝারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ