সব ভালোবাসার নাম হয় না

ভালোবাসা  দুটি মনের   মিলনের নামেই  নয়কো ভালোবাসা
ভালোবাসা যে  দুটি মনের আবেগ অনুভূতির  
নানান  স্বপ্ন নিয়ে বাঁচার আশা
ভালোবাসার নামে করো না ভালোবাসার অপমান
মন থেকে ভালোবেসে  করো ভালোবাসার সন্মান
ভালোবাসার হয় নাকো কোন দাম
মিছে করো না ভালোবাসার বদনাম
প্রেমের খেলায় মেতে উঠে নাম দেয় ভালোবাসাকে
স্নিগ্ধ প্রেমের বাতাসে  ভাসিয়ে নিয়ে যায় দুটি মনকে
ভালোবাসা আজ হয়েছে অন্ধ দেখে না সকল কিছু
রূপ রং  মোহে তে পড়ে ছুটছে ভালোবাসার  পিছু
ভালোবাসার নামে চলছে হৃদয়ের  ভাঙ্গা গড়ার খেলা
পড়িও না গলায়  ভালোবাসার নামে মিথ্যে ভালোবাসার মালা
কত ফুল অকালে ঝড়ে যায় পায় না ঠাঁই দেবতার চরণে
কত ভালোবাসার পায় না স্থান হৃদয়ের এক কোনে।










মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ