শ্রদ্ধাঞ্জলী

আজ আবার এলো সেই বিসাদ ও দু‌ঃখ  ভরা সেই দিন,,
যে দিনে হারিয়ে ছিলাম তোমাকে বাবা
মনে পড়ে প্রতিদিন,,,
"বাবা " দুটি অক্ষরের শব্দ ভালোবাসার ডাক
তুমি  আজ নেই আমাদের সাথে কেও করে না
হাক ডাক
ছিলাম আমরা তোমার কছে রানী
দিয়েছো বুক ভরা ভালোবাসা
ডাকে না কেও সে মা করে 
আজ জীবনটা  বড় নিরাশা
মা যদি একটু শাসন করতো
রাগ করতে তুমি কত
তোমার কাছে ছিলাম আমরা অতি প্রিয়
ভালোবাসে না কেও তোমার মত
তোমার কাছে ছিলো মোদের যত
আবদার বায়না
দিতে  এনে বাজার থেকে  শুনতে না যে
মা র মানা
আজ যে তোমায় পাই না দেখা চলে গেছো
আমাদের থেকে অনেক দূরে😔😔😔
পাবো না তোমায় আমরা আর কোনদিন
মনটা যে কেঁদে উঠে তোমার কথা মনে করে।😔😔😔
                                       তোমার   মেয়ে উমা।

যেখানে থাকো ভালো থেকো  ,,,,তুমি আমার  অনেক প্রণাম নিও।🙏🙏🙏🙏🙏

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ