ইচ্ছে ডানা
খুব ইচ্ছে হয় জ্যোৎস্না রাতে
তোমায় ছুঁতে,,,,
মনে যে আজ বড় ইচ্ছে তোমায় কাছে
পেতে,,,,
কত কথা জমে আছে বলবো তোমায় মন
খুলে,,,
সেই রাতের হবো সাথী তুমি আমি দুজনে
মিলে,,,,,,
তোমার স্নিগ্ধ আলোতে ভাসিয়ে দেবো ,,,
পাহাড় সমান দুঃখ গুলোকে,,,
খোলা আকাশে উড়ে বেড়াবো ,,,
তোমাকে নিয়ে মনের সুখে,,,।
সুখ দুঃখের হবো সাথী তুমি আমি,
এইরাতে,,,
রাত শেষ হলেই তুমি আবার
মিশে যাবে দিনের আলোতে,,,,।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন