"খুঁজে বেড়াই সেই চোখ"

খুঁজে বেড়াই সেই চোখ"
আজ চোখ দুটো বড় ক্লান্ত দিশেহারা
শুধু খুঁজে বেড়ায়  রাতের অন্ধকারে
যে চোখ  নানান স্বপ্ন নিয়ে বাঁচে
সে  চোখ  যে চোখে  দেখেছিলো
একদিন আকাশ সমান ভালোবাসা আর না
বলা কথা
আজ মনে হাজার প্রশ্ন পাবো কি ফিরে
সে চোখকে
যে চোখ শিল্পী  তার  বেঁচে থাকার স্বপ্ন নিয়ে
তুলিতে শেষ টান দেয়
যে চোখে ছিলো কত মায়াবি রঙীন স্বপ্ন
যে চোখে ছিলো কবির কল্পনার কবিতা
যে চোখে   এক  মা  তার  সন্তানের জন্য স্বপ্নের
জাল বুনতো
যে চোখে ভালোবাসার মানুষটি  তার হারানো স্বপ্ন
খুঁজে পেতো
আজ  শুধু অশ্রু সজল নয়নে   মা তার সন্তানের
অপেক্ষায় আঁচল ভিজে
    কত রাত জেগে থাকা   মা বাবার  চোখে
    দেখে না সন্তানরা তার শৈশবের ভালোবাসা
     আজ  হারিয়ে গেছে  ভালোবাসার মানুষটির
     কাছেচোখের ভাষা আর নীরবে কেঁদে উঠে মন
আছে শুধু  ঘৃণা স্বার্থপরতা আর ভালোবাসার নামে প্রতারণা
অদৃষ্টের কালো ঘন অন্ধকারে খুঁজে বেড়াই
হারিয়ে যাওয়া সেই চোখ।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ