দিনের আলো
সকালের প্রথম মিষ্টি আলো
তোমায় দেখে হয়ে যায় মনটা
ভালো
দূর বহূদূর আছো নীল আকাশের
মাঝে
তোমার আলোয় আলোকিত জগত
সাঁঝে
তোমার প্রথম আলোয় শুরু হয় সবার
পথচলা
মেঘের আড়ালে সারাদিন ধরে
চলে তোমার লুকোচুরির খেলা।
সকালের প্রথম মিষ্টি আলো
তোমায় দেখে হয়ে যায় মনটা
ভালো
দূর বহূদূর আছো নীল আকাশের
মাঝে
তোমার আলোয় আলোকিত জগত
সাঁঝে
তোমার প্রথম আলোয় শুরু হয় সবার
পথচলা
মেঘের আড়ালে সারাদিন ধরে
চলে তোমার লুকোচুরির খেলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন