অনিশ্চয়তার যাত্রা
অনিশ্চয়তার যাত্রা _____
প্রতিশ্রুতি কিছু ভালোলাগার
মুহুর্ত সাথে অনিশ্চিত ভবিষ্যৎ
ভবিষ্যতের পরিকল্পনা করতে
জীবন অনেকাংশেই অনিশ্চিত
জীবন যাত্রায় উঠে বসেছি
নাম না জানা দূরপাল্লার ট্রেনে
ছুটে চলেছে ট্রেন ধীর গতিতে
গন্তব্য একটাই নামবো সেইখানে ।
অনিশ্চয়তার যাত্রায় মনোরঞ্জনে ভরপুর
ঝুলিতে জমানো নানান স্বাদের অভিজ্ঞতা
সাজানো গোছানো ঘর বাড়ি লোকজন
চেনা পরিচিত যত দুদিনের আত্মীয়তা।
বছরের পর বছর হেসে খেলে কেটে যায়
ছুটে চলে নিরন্তর জীবন গাড়ি গন্তব্যেস্থলে
সুখের স্বপ্নে বিভোর হটাৎ থমকে যায় গাড়ি
ঝুলিতে জমানো যা কিছু সব ছেড়ে যায় চলে।
✍️উমা মজুমদার
৩১/১২/২৫/
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন