নেশার মোহ



মদের নেশায় মাতাল হয়ে
চলছে হেলেদুলে পথে পথে
 চোখের নেশায় ঘায়েল কেও বা
মুক্তি নেই জীবনের জুয়া খেলাতে।

নেশার জালে জড়িয়ে পরে ঘর
পরিবার শেষ করে পথে বসে।
ভালো মন্দের বিচার টা বোঝে
যখন সময় টা ফুরোয় শেষে ।

নেশা যদি করতেই হয় 
করো তবে এমন নেশা
অপকর্ম থেকে নিজেকে বাঁচাও 
 জীবনকে দেখাও সঠিক দিশা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ