ধোয়া তুলসী পাতা


ধোয়া তুলসী পাতা...

কুৎসিত মানসিকতায় করে
 অন্যের যত  সমালোচনা 
তুলসী পাতায় ধুয়েও স্বভাব 
কখনো যে বদলায় না।

মানুষ হয়ে মানুষের সর্বনাশ
 পিঠ পিছনে করে বদনাম 
দোষ গুণ ছাড়া হয়না মানুষ 
জীবনে আছে তার ও দাম।

তবুও নিজের দোষ অন্যের
 ঘাড়ে চাপিয়ে সাধু সাজে
ভুল করেও হয়না মাথা নত
 মানুষের দোষ শুধুই খুঁজে ।

অন্যের দোষ দেখতে পেয়ে 
লোক ডেকে বিচার বসায়
বিদ্রুপ পরিহাস কটুক্তির 
মন্তব্যে পরকে নীচু দেখায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী