সমাজের চালচিত্র

দু বেলা দু মুঠোর জন্য মানুষকে কি পরিশ্রম করে যেতে হয়,,,,। একটা সুস্থ
সবল মানুষ যদি এমনটা করে সেখানে কোন সমস্যা থাকতে পারেনা তবে সেটা
করেও অনেকে করেনা,,, চোখের সামনে শরীরে অক্ষমতা থাকা সত্বেও পরিশ্রম করে 
পেটের ভাত যোগার করে তবুও লজ্জা হয়না তাদের,,।
,হাত পাতলে যদি কিছু পাওয়া যায় তবে মিছেমিছি শরীরটাকে কেন কষ্ট দেবে,,,,।
পথ চলতে কতই দেখা যায় বয়স্ক বৃদ্ধ মানুষ কিছু করে খাওয়ার শারীরিক ক্ষমতা হারিয়েছে 
সে সব মানুষের সাথে যখন সুস্থ সবল মানুষ রা বসে ভিক্ষে চায় তখন সত্যিই অবাক লাগে ,,,,,।
ভিক্ষে করে খাওয়ায় তাদের মনের প্রবনতা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী