পিকনিক
পিকনিকের কথা মনে পড়লে
ছোটবেলার স্মৃতিতে যাই ভেসে
দূরে গিয়ে কোথাও নয় পিকনিক
ছাদের উপর কত আনন্দ উল্লাসে ।
সারারাত ঘুম নেই কি করে হবে
পিকনিকের এতো সব আয়োজন
সকাল হতেই ছুটাছুটি বাজার হাট
পিকনিকের মেনু হতো অতি সাধারন।
বিকেল হতেই হৈ হুল্লোর পিকনিকের
নাচগান টেপরেকর্ডারে গান চালিয়ে
কনকনে ঠান্ডায় পিকনিকের মজা
নতুন বছরের আনন্দ খুশি সাথে নিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন