জীবন তখনই সুন্দর
সুখ দুঃখ হাসি কান্না বিভিন্নতার
দৌলাচলে জীবন ঘুরে বেড়ায়
অপূর্ণতায় ভরা জীবন দৈনন্দিন
বোঝাপড়ার মাঝে বহিয়া যায়
মেনে নাও নয়তো মানিয়ে নাও
ঘরে বাইরে চলছে নিত্য প্রতিদিন
মনমালিন্য অভিযোগ অন্যায় অবিচার
সয়ে যাও নয়তো মুখ খোল কোনদিন
আপনজনের কথা ভেবে মানিয়ে নেওয়া
কখনও পরিস্থিতি মনকে বাধ্য করায়।
জীবন তখনই সুন্দর যখন জীবনকে
জীবনের মতো চালিয়ে নেওয়া যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন