সম্পর্কে র ভীমরতি
এই নিষিদ্ধ ফল দিনে দিনে হয়ে উঠেছে সবার কাছে অতি প্রিয়,,,,আইনত অপরাধ না হলেও
সমাজ কিন্তু পরকীয়াকে ভালো চোখে দেখে না,,,, এদিক ওদিক থেকে শুধুই পরকীয়ার কথা
বাজার গরম করে,,,কেও তো বেশ মুখরোচক খাবারের মতো হজম করে,,।
আসলে প্রেম কোনও বাধা মানে না....মানে না কোনও বারণ,,, পরকীয়া তো দশ কদম
এগিয়ে আছে সেদিক দিয়ে,,,।
পরকীয়ার বিষাক্ত ছোবলে শতশত সুখের সংসার তছনছ হয়ে যাচ্ছে আজকাল,,,
পরকীয়া এক আসক্তি ছাড়া আর কিছুই না ,,। একে অপরের সাথে যখনই জড়িয়ে
পরে তখন শত চেষ্টা করেও সেই পথ থেকে আর ফিরে আসতে পারেনা,,।
পরকীয়ার জন্য কত যে হত্যাকাণ্ডের ঘটনাও শোনা যায় এখন,,।
কেও কাওকে যখন এতটাই অপছন্দের হয়ে যায় যে পরকীয়ার
মতো সম্পর্কে জড়িয়ে পড়ে,,।
তার থেকে ভালো নয় কি?? স্বামী স্ত্রী উভয়ে আলোচনার মাধ্যমে নিজেদের পথ
বেছে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করা,,, নিজেদের চরিত্রের উপর পরকীয়ার ট্যাগ টা
নাইবা লাগালো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন