জীবনের সার্থকতা

জীবনের সার্থকতা....🍀🍀🍀
জীবনে কি পেয়েছি কতটুকু পেয়েছি আর কি পায় নি এসব নিয়ে কখনো ভেবে দেখার সময় হয়না,,,। 
যতটুকু পেয়েছি ওইটার হিসাব না রেখে বরং কি কি পেয়েছি সেই হিসাবটা করে দেখলে  বাকি জীবনটা দিব্যি কেটে যাবে,,। ☘️💐

না পাওয়ার তালিকা নিয়ে হিসাব মেলাতে গেলে দেখবো হতাশা বাড়ছে,,,। যেটা পায়নি নি ওইটা তো পাবোই না উল্টে যা পেয়েছি সেটা পাওয়ার তৃপ্তি টাই হারিয়ে  যাবে,,।🍀

জীবনে কিছু না পাওয়ার দুঃখ না থাকলে,,,,পাওয়ার আনন্দটা  ঠিক উপভোগ করা যায়না তাইনা ????বন্ধুরা তোমরাই বলো,,।☘️🍀🍀
✍️উমা মজুমদার 
#everyonehighlightsfollowers 
#highlightseveryonefollowers 
#highlightsシ゚
#topfansfollowers 
#কল্পনারউড়ান #উমা_মজুমদার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে