জীবন টা ছোট

জীবন টা ছোট..…

ছোট এক জীবন 
কতনা বিচিত্রতায় ভরা
তাকে নিয়ে  চলতে হয় 
যায়না  কিছুই ছাড়া ।
কিছু ভালো কিছু মন্দ 
জীবন যেন দুদিকে বয়
চোখ বন্ধ করলে সবকিছু  
এখানেই পড়ে রয়।
জীবনখানা যতই ছোট 
হিসেব করি বসে  ততই 
লাভের গুড় পিঁপড়ে খায়
 বুঝিনা তো সেটা কেওই।
আজ আছি কাল নেই 
কতনা কান্ড ঘটায় জীবনে
অবুঝ মানুষ বুঝিনা তবুও 
জীবনটা ছোট তাও জেনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী