এক অনাবিল আনন্দ

এক অনাবিল আনন্দ আর খুশির র মূহুর্ত ...... জীবনের এক নতুন অভিজ্ঞতা ....

মানুষের জীবন খুব অদ্ভুত..... যেখানের আঁকে বাঁকে ভরপুর বিচিত্রতা.....
আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা....হাসি কান্না, 
আনন্দবেদনা, দুঃখ সুখ, ভালো মন্দের মিশানো জীবন  এগিয়ে চলে 
 খরস্রোতা নদীর মত।
জীবন তো একটাই .... অথচ এ জীবনে কত কিছুই না ঘটে যায়। 
জীবনের একেকটা মুহূর্ত যেনো একেকরকম মনে হয়....।
 মনে যদি আত্মবিশ্বাস থাকে ...আমি পারবো তাহলে সত্যিই তা সম্ভব....
 ইশ্বরের উপর ভক্তি শ্রদ্ধা নিয়ে  তাঁকে মনে প্রাণে স্মরণ করে  পৌছানো
যায় সে লক্ষ্যস্থলে। 
গত রবিবার আমার পরিবার সহ বেড়িয়ে এলাম,, "শিবগঙ্গা পাহাড় 
ব্যাঙ্গালোরে র দক্ষিনা কাশী" বলে... প্রকৃতির এক অতুলনীয় সৌন্দর্য,,,, উপরে উঠার পর মনে হয়েছিলো এই বুঝি আকাশকে ছুঁতে পারবো...
এক রোমাঞ্চকর যাত্রা......সমুদ্র তল থেকে ৪৫০০ ফীট উপরে..
অনেক পাহাড়ে  চড়েছি ...তবে এ যেন এক নতুন অভিজ্ঞতা 
হলো জীবনের আরও একবার.... দেখে  মনে হয়েছিলো পারবো তো?? উঠতে
এতটা উপরে...কিছুদূর  গিয়ে বারবার মনে হয়েছিলো...
পথ যতই কঠিন আর দুর্গম হোক মনের প্রবল আত্মবিশ্বাস এবং ইচ্ছা আর অবশ্যই  আমার
ঠাকুর তো ছিলেন আমাদের সাথে,,, আমাদের যাত্রাকে সফল করে দেওয়ার পথে সত্যি,,,,জীবনে কখনো ভুলতে পারবো না।
🙏🙏🙏🙏🙏
✍️Uma Mazumdar 
5/11/24

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী