নাক গলানো
নাক গলানো কাকিমা..…
পাড়ার প্রধান কেওবা বলে
কাকিমা কেওবা ডাকে আন্টি
এক নামেতে চেনে সবাই
নাক গলানো তার কাজটি।
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়
নাকটা পোঁছে যায় কাকিমার
সব কাজেতে নাক গলানো
স্বভাব টা নয় যে বদলাবার
অভ্যাসটা মোটেই নয় ভালো
নাক গলানো তার সবকিছুতে
অন্যের দোষ ত্রুটি ভালোই দেখে
চোখে পরে না নিজের বেলাতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন