একতাই শক্তি
হোকনা ক্ষুদ্র পিঁপড়ে কাঁধে কাঁধ
মিলিয়ে কঠিন কাজকে করবে জয়
একতাই শক্তি একতাই বল তবেই
জীবনে কখনো হবেনা পরাজয়।
একে অপরের পিছনে লেগে মানুষ
খেলায় মেতেছে ঐক্য সম্প্রীতি ভাঙ্গনে
দশের লাঠি পড়ে ভারি যৌথ শক্তির
জোর যেখানে ভাঙ্গন নেই সেখানে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন