সাধ জাগে



মানুষের মত মানুষ হলে 
তবেই  দিও মানব জন্ম
মানুষ হয়ে মানুষের ক্ষতি
দিনের পর দিন যত কুকর্ম ।

মানব জন্ম পেয়েও মানুষ
নেই কোন শোধরানোর নাম
আছে শুধু হিংসে বিদ্বেষ ঘৃণা 
একে অপরের করে বদনাম ।

 তার চেয়ে ভালো রোবট হওয়া
থাকবেনা কিছুই মন বলে
 হবেনা হৃদয়ে দুঃখকষ্ট যাতনা
 ভিজবেনা চোখ অশ্রু জলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ