দীপাবলি র শুভেচ্ছা
কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন —–
‘‘কে যেন ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো ঘরে ঘরে।
জ্বালাও আলো আপন প্রাণে আলোয় সাঁজাও আলোয় ধরিত্রীরে”।
আধুনিকতার আড়ম্বরে প্রতিনিয়ত আমরা গা ভাসিয়ে চলেছি ।নানা রঙের
টুনি বাল্বে চারিদিক সাজিয়ে তোলে । আলোকময় সজ্জায় সজ্জিত
ঝল মল শহর তবুও চারপাশটা কেমন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে।
দীপাবলি অশুভ অন্ধকারের বিরুদ্ধে আলোর সাধনা । আনন্দের উৎসব
অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে উদ্যাপন করা। আলোকসজ্জার এই দিবস
অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন।
একটি প্রদীপের শিখা যেন সকল অন্ধকারকে দূর করার শক্তি যোগায়।
অগ্নি হলো জ্ঞানের প্রতীক স্বয়ং ঈশ্বর আমাদের মনের সকল অন্ধকারকে দূর করার জন্য
আলোর পথ দেখান। তেমনই প্রদীপের আলো সমস্ত অন্ধকারকে দূর করে।
দীপাবলির প্রদীপের আলোয় আলোকিত চারিদিক সুন্দর অপূর্ব হয়ে উঠুক
আলোর উৎসব হয়ে উঠুক শান্তির উৎসব।
সভ্যতার আলোয় দাঁড়িয়ে যেন আঁধারেই ফিরে যাই আমরা বার বার।
সংকীর্ণতার আবরণে ঢাকা পড়ে মানবতাবোধ আর বিবেকবোধ।
চারিদিকে আজ এতো আঁধার হয়তো বা কিছু প্রদীপের আলোয় এই আঁধার যাবে না
কিছুতেই ।
শুভ দীপাবলি র আলোর উৎসবে কোন বিদ্বেষ নয় আছে যত হিংসা ঘৃণা
মনের ভিতরে লুকানো সকল অন্ধকার মুছে যাক। জ্বলে উঠুক হাজার হাজার
প্রদীপ সকলের ঘরে ঘরে।
সকলকে জানাই শুভ দীপাবলি র প্রীতি ও শুভেচ্ছ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন