সময়ের কথা

প্রিয়জন তো সেই হয়  
যে সদায় থাকবে  পাশে 
ছাড়বেনা হাতটি তোমার
 সঙ্গী হয় দুঃসময়ে এসে।

সময়ের কথা সময় বলে যায়
কে আপন কে পর যায়না চেনা
সুযোগ বুঝে কাছে আসে যায়
প্রয়োজনে কাওকে দেখা যায়না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী