মুখোশধারী
বাস্তবতার শহর জুড়ে মুখোশধারী
এক মুখ হাজার মুখোশ চেনা ভারী ।
নিত্যদিনের দিনযাপনে চলে অহরহ
কুকর্মে বেড়েছে যত মুখোশের মোহ।
মুখোশের আড়ালে ভয়ঙ্কর চেহারা
অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়ে পরা।
স্বার্থ ছাড়া কিছু বোঝেনা মুখে মিষ্টি কথা
ভদ্রতার মুখোশে কুৎসিত যত মানসিকতা।
শত শত অপরাধ জন্ম নেয় মুখোশের ভিতরে
বহুরূপী মুখোশে দিনরাত্রি মনুষ্যত্ব মরে।
ভয় ডর নেই মনে মুখোশটা খুলবে যেদিন
সৃষ্টির সেরা জীব মানুষ পাপ করে প্রতিদিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন