ঝরে পড়ুক ভালোবাসা শ্রাবণ ধারা হয়ে
বর্ষার আকাশে নেমে এলো কালো মেঘের খেলা
কি করে বলি তোমাকে ছাড়া কাটে না এই বেলা
তোমার কথা পড়লে মনে ঝরে পড়ে চোখে শ্রাবন ধারা
এলোমেলো ভেজাচুল পাশে দাঁড়িয়ে লাজুক ঐচেহারা
বৃষ্টিভেজা এ দিনে বারেবারে চায় তোমার কিছু বলতে
ভালোবেসে দিও আমায় একটু জায়গা নাহয় হৃদয়তে
ঝরো ঝরো মুখর বাদল দিনে দেখা দিলে চেনা পথ দিয়ে
সব ভুলে মন চায় হারাতে ভালোবাসার বৃষ্টি মেখে গায়ে
কত শ্রাবন চলে গেলো তবুও যে পায়নি দেখা তোমার
পড়ুক ঝরে ভালোবাসা শ্রাবন মাখা মাটির বুকে আবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন