নৌকা সফর
বর্ষার আকাশ কালো করে হটাৎ বৃষ্টি নেমে এলো
ঘাস আনতে চাচা চাচী এপারে এসে ফেঁসে গেলো
ও মাঝি ভাই নিয়ে যাবে আমাদের বাড়ি দেখেই বলে
গ্রামের পথ ঘাট সব ভাসছে বৃষ্টির থৈথৈ জলে
নিয়ে যাবো দুটি টাকা বেশী চাই আমার বর্ষার এই দিনে
নৌকা চালিয়ে পেট চালায় পরিবারের জন্যে
ঘাসের বোঝা মাথায় নিয়ে দুজনে নৌকায় চড়ে
দাঁড় টেনে যায় মাঝি গ্রামের পথে ধীরে ধীরে
বাচ্চারা আছে বসে লালিও ঘাস না পেলে যাবে রেগে
বেলা ফুরোয় চাচা চাচী বাড়ী ফেরে সন্ধ্যার আগে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন