রূপসী বর্ষা

মেঘের পর মেঘ জমে আকাশ ঘিরে কালো হয়ে
আষাঢ় শ্রাবণ মানেনা মন খুশিতে  তাকে পেয়ে
টইটুম্বুর জলজ মেঘ সেজেগুজে আকাশে
প্রাণের ঋতু মোহময়ী বর্ষারাণী  প্রাণে মিশে 
শ্রাবন সন্ধ্যা ঝরো ঝরো মুখর বাদর দিনে
মন ময়ুরী গুণগুণ করে আন্দোলিত মনে
 বৃষ্টি ভেজা দিনে হৃদয় নাচে রিনি ঝিনি নূপুরে
টিপটিপ বৃষ্টি মাটির সোঁদা গন্ধে মন মাতাল করে
ছুঁয়ে যায় মন প্রাণ  বৃষ্টির শীতল স্নিগ্ধ বারিধারায়
ঝর ঝর ধারাপাত অপূর্ব রূপের বাহার সুন্দরী বর্ষায়
মুঠোফোনে বন্দী জীবন একা ঘরে  বৃষ্টির স্মৃতিচারণ 
থৈথৈ জল চারিদিক ছোটবেলা মনে পড়ে  কাঁদে মন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ