বৃষ্টি হোক শহর জুড়ে



মেঘলা আকাশ বাদল দিনে
বুক দুরু দুরু মেঘের গর্জনে
বৃষ্টির সুবাস বাতাস বেয়ে 
আষাঢ় শ্রাবণ বৃষ্টি মাখা গায়ে।

উতল ধারা বাদল অঝোরে ঝরে 
শৈশবের ঝাঁপিটা হটাৎ খুলে পড়ে 
পথ ঘাট সব ভাসে হাঁটু সমান জলে
মরনফাঁদ থেকে মানুষ প্রাণটা বাঁচিয়ে চলে।

শহরজুড়ে চলে বৃষ্টির মাতাল  নেশা
জীবন নির্বাহে চালায় তাদের পেশা 
কেও বা ভিজে বৃষ্টিতে সুখের নেশায় 
কেও বা ভুলে কষ্ট বৃষ্টির ফোঁটায়।

অঝোরে ঝড়ুক বৃষ্টি সারা শহর জুড়ে 
প্লাবন হোক যত বিষাক্ত মনের ভিতরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ