অদ্ভুত মিল
অদ্ভুত মিল....
সময়টা বয়ে চলছে নিজের স্রোতে
কোথাও থমকে দাঁড়ানো তার পক্ষে
অসম্ভব ।
ঘড়ির কাঁটা সে তো সময়ের কথা শুনে
চলে সেও একদিন চলতে চলতে অকেজো
হয়ে পড়ে ,,, তবুও তার কর্ম সে করে যায়।
কি মিল আমাদের জীবনের সাথে অদ্ভুত....
সময় ও আমাদের যার যার হিসেব গুলোও ঠিক
বুঝিয়ে দেয় কি উচিত কি অনুচিত,,,
সেটা যদি ভেবে চলি তাহলে আর কোন সমষ্যা হয়না জীবনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন