অদ্ভুত মিল

অদ্ভুত মিল....
সময়টা বয়ে চলছে নিজের স্রোতে
কোথাও থমকে দাঁড়ানো তার পক্ষে 
অসম্ভব ।
ঘড়ির কাঁটা সে তো সময়ের কথা শুনে 
 চলে সেও একদিন চলতে চলতে অকেজো 
হয়ে পড়ে ,,, তবুও তার  কর্ম সে করে যায়।
কি মিল আমাদের জীবনের সাথে অদ্ভুত....
সময় ও আমাদের যার যার হিসেব গুলোও ঠিক 
বুঝিয়ে দেয় কি উচিত কি অনুচিত,,,
সেটা যদি ভেবে চলি তাহলে আর কোন সমষ্যা হয়না জীবনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ