বিলুপ্তপ্রায় মনুষ্যত্ব

সত্যে মিথ্যা আড়াল করা নিত্য পোশাকের মত  
সময়কে বন্দী কষাঘাতে অবিবেকি মনুষ্যত্বের অবক্ষয় প্রতিনিয়ত ।
পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাওয়া সামনের দিকে
 আরও যে কত বেঁচে থাকা বিষাক্ত বাতাসে দীর্ঘশ্বাস ভিতর থেকে ।
আজ যেনো মন বলতে চায় ফিরে আসুক ফিরে আসুক সেই দিনগুলো আগেকার 
কাটাতে চায় নির্ভয়ে নিডরে জীবনের কন্টকপথে পাথেয় হোক নির্ভরতার।
সময়ের কোলাহল ঘোর অমানিশার রাত নিষ্ঠুরতায় মৃত্যুর বাতাস বয়ে যায় 
সময়ের মুখোশে যত বাস্তব গল্প বোবা কান্নার আর্তনাদ রক্ত ঝরে নগ্ন দুনিয়ায়।
  মানুষ রূপে বহুরূপীকে  পাঠিয়েছেন পৃথিবীতে  যেখানে শুধুই আজ অনুতাপ
কোথায় আজ আমরা দাঁড়িয়ে আছি যেখানে শুধুই  ঘৃণা বিদ্বেষ  ছড়িয়ে গেছে যত  পাপ।
মিথ্যের মহা আয়োজনে ঝাঁপিয়ে করে সত্যের বিনাশ 
ঝড় উঠেছে প্রতিবাদের প্রবল ঝড়ের পরে  হোক সত্যের আলোর প্রকাশ।
✍️উমা মজুমদার ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ