ঝরা পাতা
রূপ রঙ সৌরভে ভালোবাসা
একগাল হাসি মুখে
ছিলো সেদিন চৈত্রমাস চঞ্চল
হৃদয়ে প্রেমের ছবি আঁকে
ফাল্গুনী বাহারে কৃষ্ণ রাধাচূড়া
মত্ত প্রেমের নেশায়
চৈত্রের দাপটে প্রেমের ভাঙ্গন
ভালোবাসার পরাজয়।
সর্বনাশী সুর বেজে উঠে দিগন্ত ছেয়ে
প্রকৃতির রুদ্র মূর্তি তে
তবুও ভালোবাসার আগুন জ্বালে
পলাশ বনে বেঁচে থাকার প্রতিশ্রুতিতে ।
ধূসর শূণ্যতার মাঝেও কেটে যায়
স্মৃতিতে প্রতিদিনের যাপিত জীবন
প্রকৃতির ও কি লীলা খেলা ঝরাপাতা
ঝরে পড়ে ফিরে পায় নতুন প্রাণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন