মনে পড়ে সেই দিনের কথা


✍️উমা মজুমদার
৭/৬/২৩

যাকনা জমে হারিয়ে যাওয়া
 দিনের সেই পুরোনো আড্ডাটা
ফিরে পাই বন্ধুদের সেই মিলনমেলা
সময় কাটানোর সেই  চায়ের টেবিলটা।
মনে পড়ে ছুটির শেষে ফেলে আসা
 কলেজের কেন্টিনে সময় কাটানো
নাইবা ছিলো দামি কফিহাউসের
 কফির চুমুক দিয়ে স্মার্টফোনে ছবি তুলে সকলকে দেখানো।
 ছিলো গোনা কটি টাকায় 
গরম সিঙ্গাড়া ঘুগনি হাতে এককাপ চা
আনন্দ উল্লাসে গল্প কথায় 
পার করে দেওয়া মনের ইচ্ছা।
সময়ের সাথে হারিয়ে যায় কতকি
পিপীলিকার মত টেনশন আজ 
জীবনকে  কুরেকুরে খায়
মোবাইলের নীল আলোয়
দিনরাত সর্বনাশের পথে এগিয়ে 
 যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ