স্বপ্ন সাজায়


তুমি কেন এত সুন্দর বলো না বৃষ্টি
পড়ছো ঝরে অঝোর ধারায় 
কি অপরূপ মিষ্টি
 প্রকৃতি ভাসছে তোমার শীতল ছোঁয়াতে
 শিহরণ জাগে মনে প্রাণে তোমার স্পর্শতে।

মাঠ ঘাঠ জলে ভরে
চাষীর মনে আনন্দ ধরে
ঋতু আসে ঋতু যায়
মনে মনে স্বপ্ন সাজায়

আকাশ ছেয়ে মেঘবালিকা
বসে আছে গুমড়ো মুখো হয়ে  
বলছে ডেকে আষাঢ় এলে তবেই নামবে সে
রিমঝিম রিমঝিম বৃষ্টির গান গেয়ে ।

সারাদিন ধরে ঝরে যায় টুপটাপ একাকী বৃষ্টি 
চঞ্চল মেঘ এদিক ওদিক আপনমনে ছুটে বেড়ায় 
ঝিরিঝিরি হাওয়া গাছের পাতা নুয়ে নুয়ে পড়ে 
বৃষ্টির জল  এলোমেলো শৈশব স্মৃতি সামনে এসে দাঁড়ায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ