সংসার

সংসার মানে প্রতিদিনের খাতায় 
কতনা ভাবনার বোঝা বয়ে বেড়ায়
পুতুলের সংসার সাজানো গোছানো 
মনে পড়ে হারানো সেই ছোটবেলায়।

ভালো মন্দ সুখ দুঃখ হাসি খুশিতে ভরা সংসারে
 চেনা অচেনা আপন পরের ভেদাভেদ 
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ করে যায় নিরন্তর 
সম্পর্কে র সুতো বিস্তার করে জীবনটা সংসারে আবদ্ধ।

বাবার ছত্রছায়ায় বেড়ে উঠে সকল সন্তান
দায় দায়িত্ব কর্তব্যে তাঁদের লালন পালনে
স্নেহ,মমতা ভালোবাসায়  গড়ে উঠে সকল সন্তান 
  আগামী ভবিষ্যত সুন্দর সুরক্ষিত হোক জীবনে।

মা বাবা এগিয়ে যায় একটু একটু করে বার্ধক্যের পথে
উচ্চশিক্ষায় শিক্ষিত সন্তানের সফলতায় আত্মহারা খুশীতে
মা বাবার দায় দায়িত্ব পালনের ঋণ শোধ বৃদ্ধাশ্রমতে
তবুও মায়ের মঙ্গলকামনা সন্তান থাকুক ভালো দুধে ভাতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ