মান ভঞ্জন

অনুগল্প...

মান ভঞ্জন ......

✍️ উমা মজুমদার
৮/৬/২৩

সকাল থেকে বারবার উঁকি ঝুঁকি দিচ্ছি কিন্তু মিসেস 
গাঙ্গুলির দেখা নেই। কি জানি শরীরটা খারাপ করলো নাকি।

 মিসেস গাঙ্গুলি আর উনার স্বামী দুজনে খুব ভালো মানুষ। 
সকাল হলেই জানালা দিয়ে কথা বার্তা চলে মিসেস গাঙ্গুলি র
সাথে। কাজের ফাঁকে ফাঁকে রান্নাবান্নার খবরা খবর  যেমন 
প্রতিদিনের একটা পর্ব চলে । 
মনটা উসখুস করছে,, মোবাইল টা হাতে নিয়ে ফোনটা করেই
ফেললাম। ফোন ধরেই আমাকে বলছে জানো তো মাথাটা প্রচন্ড
গরম হয়ে  আছে,। কোথায় গিয়ে বসে আড্ডা দিচ্ছে কে জানে,,কত বেলা 
হয়ে গেলো  মানুষটার  দেখা নেই।
গতকাল সন্ধ্যায় একটা মুভি দেখাতে নিয়ে যেতে বলেছিলাম ,,,,
 বললো মাসের শেষ হাতে টাকা নেই।  বলতো সব সময় কি বলি,,
ওরা আমাদের একদম বুঝেনা ,,আমিও রাগ করে শুয়ে পড়ি।
তাকেও  জলমুড়ি খেয়ে শুতে হলো। 
আমি সব শুনে হাসছি ,,,সত্যি স্বামী স্ত্রীর মধ্যে কত কিছুই না চলে।
রাগ অভিমান  এই মেঘ হটাৎ ঝরো  বৃষ্টি  এই তো ভালোবাসা।
আমি মিসেস গাঙ্গুলিকে বললাম,,,কেনো এতো চিন্তা করছো  ,,,দাদা 
দেখো বাজার সেরে  একেবারে মুভির টিকেট নিয়েই আসছে আর তোমার 
মান ভঞ্জন করে বলবে চলো ডার্লিং মুভি দেখে আসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ