কলিকালের হাওয়া

কয়দিন ধরে করছে বায়না ছেলেমেয়েরা 
শিব দূর্গার কাছে গিয়ে 
 বেরিয়ে পড়লো  সপরিবারে শিব বাবাজি
 বাইকে সকলকে চাপিয়ে।
 দূর্গা মায়ের  আজ বেজায় খুশি 
এই দিনটার অপেক্ষায় ছিলো মনে মনে
সারাদিন টা পার করে দেয় কৈলাশ পর্বতে 
জটাধারী স্বামী বসে বসে ধ্যানে।
বেশভূষা শিবের মতো তবে কি নেমে এলো
ভোলেনাথ কৈলাশ থেকে
কলিকালের লাগলো হাওয়া ভগবানের গায়ে
  চোখ ছানাবড়া পুলিশের তাইনা দেখে
যত‌ই হোক ভগবান ট্রাফিক রুল সকলের
 জন্য এক সমান
 দুজনের বেশী চড়তে নেই  হেলমেট টাও
 নেই মাথায় দিতে হলো শিবকে না জেনে ফাইন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ