সত্যের জয়
বিচিত্র এই দেশ বিচিত্র সব মানুষ
জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা য় ষোলো আনা হোঁশ
শত শত অন্যায় অপরাধ জন্ম নেয় দিনে রাতে
যত জোর জুলুম শাষন শোষণ বাঁধা ক্ষমতার হাতে
অন্যায় হোকনা কেন যতই শক্তিশালী
বিচার হোক অন্যায়ের কেন হয় অসহায় বলি
অন্যায় অবিচারের হোক সঠিক বিচার
দুর্বলের উপর কেন আঘাত হানে বারবার
মিথ্যের আশ্রয়ে অপরাধী চলে মাথা উঁচু করে
সত্যেকে হারিয়ে মিথ্যের কাঠগড়ায় নিরীহ মানুষ মরে
বাড়ছে অন্যায় নীরবে কাঁদছে ন্যায়ের বিচার
সত্যের পথভ্রষ্ট অধর্মের জয়জয়কার
সত্য হোকনা কেন যতই দূর সত্যের জয় নিশ্চই
পাপ পূণ্যে সকল কর্মের নির্ধারণ সবে একদিন হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন