সেলাই মেশিন



সখ হলো নাতনির জন্য  জামা সেলাই করবে।
মেশিনটা পড়ে আছে  ধূলোমাখা টেবিলে।
সরলা দেবীর চোখে জল। এই মেশিনের 
সাথে কত স্মৃতি তার জড়িয়ে আছে  । স্বামীর মৃত্যুর পর
 হাত মেশিনটাই ছিলো  একমাত্র সম্বল ।
 ভুলতে পারেনি সেসব দিনের কথা, কত রাত কেটেছে না ঘুমিয়ে।
 মেশিনটার সামনে বসতেই স্মৃতি গুলো তাজা
 হয়ে গেলো। 
✍️উমা মজুমদার
১৬/৩/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ