ভালো থেকো ভালো রেখো

ভালো থেকো ভালো রেখো কবিতা......

বিশ্ব কবিতা দিবসে আজ তোমাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও 
ভালোবাসা।
 তুমিই তো সেই ভালোবাসা যাকে নিয়ে আমি ভালো থাকি 
যে  সর্বক্ষণ আমাকে ভালো রাখার চেষ্টা করে
কল্পনার উড়ানে চড়ে পৌঁছে যাই তোমার কাছে
সাজিয়ে তুলি  ইচ্ছে মতো অজানা সৃষ্টি র ঘরে।

যেখানে আছে  শুধু ভালোলাগার অনুভূতি 
বলতে কোন দ্বিধা নেই , বারবার বলতে পারি
 তোমায় কতটা ভালোবাসি , মনের কোলাহল 
শত কাজের ব্যস্ততার মাঝেও তোমাকেই ভালোবেসে
হৃদয়ে লালন করি।
 ভয় নেয় তোমাকে হারানোর, তোমার মায়াজালে 
জড়ানো সৃষ্টির পরশে খুঁজে পাই জীবনের তীর
সময়ের নিষ্ঠুরতায় মনের কথা বলতে তোমার কাছে 
ছুটে আসি বারবার।

ভালো থেকো তুমি এইভাবে ,ধরে রেখো আমার হাতটা 
কখনো করোনা তোমার থেকে আলাদা , তোমাকে নিয়ে 
চলতে চাই ,যতক্ষণ আছে প্রাণ এইদেহে  কল্পনায় জুড়ে 
থেকো  আমার সঙ্গী হয়ে।
✍️উমা মজুমদার
২১/৩/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ