অতীত স্মৃতি
সারি সারি চেয়ার টেবিল বিয়ের
মন্ডপ সাজতো নিজ ঘরেতে
কারি কারি টাকার ছিলো না প্রয়োজন
চাহিদা মেটাতো অল্পতে
পাল্টে যাওয়া সময়ের আবর্তনে
অতীত স্মৃতি রোমন্থন
আচার অনুষ্ঠান রীতি নিয়ম
ভালো মন্দের চলছে যাপন
বিয়ে বাড়ীর খাওয়া দাওয়া
অতীতে ছিলো কতনা মজা
সাদা ভাত কলাপাতায় লেবু লঙ্কা
মুগের ডাল বেগুন ভাজা
স্বাদে গন্ধে আন্তরিকতার ছোঁয়া
আদর আপ্যায়নে নেই তুলনা
সময়ের সুতোয় বাঁধা আধুনিকতার ছোঁয়া
অতীত কখনো ভুলা যায়না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন