ভালোলাগা বলে কয়ে আসেনা
ভালোলাগা বলে কয়ে আসেনা ....
হটাৎ বিরক্তিকর গরমটাতে বৃষ্টি ভেজা সকাল টা পেয়ে মনটা শান্ত শীতল ভালোলাগা
উপভোগ করেছিলাম।
আজ দুদিন ধরে আবার গরমের রেশটা সব ভালোলাগাকে উড়িয়ে নিয়ে চলে গেলো।
খুব সকালে উঠার অভ্যাস টা অনেকদিন হয়েছে চলে গেছে,,,কোন ব্যস্ততা না থাকলে যা হয় ।
আজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা অপূর্ব ভালোলাগা মনটাকে আবার ছুঁয়ে গেলো। এ কোন
ব্যক্তি বিশেষে ভালোলাগা নয়। এ ভালোলাগা কোন কিছুর সাথে তুলনা করা যায়না।
মনটা একদম খুশি তে ভরে গেলো এ এক পরম পাওয়া।
অনেকক্ষন ধরে সে ভালোলাগাটাকে মন ভরে অনুভোব করলাম ।
আমার ফ্ল্যাটের পাশেই কয়েকটা বড় বড় গাছ আছে । গাছ গুলোকে কয়েকদিন আগে বাড়ীর মালিক
ছেটে দিয়েছে। কিছু সবুজ ডাল পালা গাছে নতুন করে আসছে।দেখতেও ভীষন ভালো লাগে ,,,একদম
সবুজ রঙের।
অনেক্ষণ থেকেই মধুর স্বরে একটা পাখি অনবরত ডেকে যাচ্ছে।আমি শুয়ে শুয়ে সেই ডাকটা শুনছিলাম।
আর কি যে অপূর্ব ভালো লাগছিলো যে আমি বোঝাতে পারবো না। কিছুক্ষণ পরে উঠে পড়লাম। জানালার
পর্দাটা সড়িয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু চোখে পড়লো না।পাতার আড়াল থেকে শুধু মধুর স্বরটা ভেসে
আসছিলো। সকালের এই ভালোলাগাটা আমার সকালটাকে ভালো করে দিলো। অন্যদিনের তুলনায় মনটা ফ্রেশ
হয়ে গেলো । কোন অলসতার লেশ মাত্র শরীরে নেই ।
ভালোলাগাটা এমন একটা অনুভূতি যেটা বলে বোঝানো যায়না। ছোট ছোট ভালোলাগা আমাদের মনকে
এতোটা খুশি দেয় ,,,যেটা অনেক কিছু চাওয়া পাওয়ার থেকে বড় হয়ে যায়। আমি এই ছোট ছোট ভালোলাগা
গুলো জীবনে খুব অনুভব করি। কখনো কিছু পছন্দের রান্না করার পর যদি কেও বলে এটা খেতে খুব ভালো
হয়েছে তখন কি খুশিই না হয় মনে ,, এতক্ষণ ধরে আগুনের জ্বালে দাঁড়িয়ে রান্নার কষ্টটা অনাবিল খুশিতে ভরে
দেয়।
কখনও হয়তো খুব কাজে ব্যস্ত বা ভালো লাগছে না মনটা , কি করি না করি এমন লাগে। সে সময় ছেলে এসে
হঠাৎ করে বললো মা যাবে কোথাও বাইরের থেকে ঘুরে আসি চলো , আমিও চট করে বলে দিলাম চল ঘুরে
আসি। আমি যেন এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম।একটা অদ্ভুত ভালো লাগা মনটাকে ভরিয়ে দিল।
সব ক্লান্তি মনের অস্থিরতা সব দূর হয়ে গেলো,,, একটা ভালোলাগার মুহুর্তকে আঁকড়ে ধরে কয়েকঘন্টা ভালো
সময় কাটালাম।
একটুখানি খুশি মনটাকে কত ভালো করে দিলো, ভালোলাগা গুলো কখনো জীবনে আমাদের বলে কয়ে আসে
না ।কখন কিভাবে আসে আমরা নিজেরাই জানি না।
বিভিন্ন ধরনের ভালোলাগা হতে পারে। এই ভালোলাগায় কোন চাওয়া থাকেনা ,, থাকেনা কোন বিনিময়ের
আদান প্রদান। এই ভালোলাগায় থাকে নিজের কাছে নিজের একটা আত্মসুখ আত্মতৃপ্তি এনে দেয়। ভালোলাগা
আমাদের জীবনে সারপ্রাইজ গিফটের মত,এক ঝলক খুশি চোখে মুখে ফুটে উঠে। বারবার ফিরে আসুক এমন
ভালোলাগা। ক্ষনিকের জন্য হলেও ছোট ছোট ভালোলাগা আমাদের জীবনকে অনেক প্রশান্তি এনে দেয়।
✍️উমা মজুমদার
২৫/৩/২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন