এসেছে বসন্ত
শীতের রিক্ততায় ঝরা পাতা বিদায় বলে শেষে
দখিন দুয়ার খুলে রঙিন বসন্ত এসে দাঁড়ায় হেসে
সবুজের সমারোহে ফুলে ফলে হিল্লোল প্রকৃতিজুড়ে
আকাশ বাতাস মুখরিত কৃষ্ণচূড়ার ডালে কুহুকুহু সুরে
পলাশ শিমুলে বসন্তের রঙ বুকে প্রেমের আগুন জ্বলে
বসন্ত মানেই পূর্ণতা নতুন আবেগে মনপ্রাণ ভরিয়ে তোলে
বসন্ত আনে প্রেমের নেশা ভালোবাসার রঙে প্রেমিক যুগল
ফাগুনের ফাগে রঙের উচ্ছাস বসন্তের আঙ্গিনায় খেলে দৌল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন