বসন্ত উৎসব


আকাশে বাতাসে উড়লো আবির 
মাতলো বিশ্ব ভুবন
দোলের রঙে রাঙিয়ে আকাশ
করে  বসন্ত উৎসব পালন
লাল নীল হলুদে ফাগুনের ফাগ
 রঙ মাখে ভেদাভেদ সব ভুলে 
আট থেকে আশি  রঙে মাতামাতি
ফাগুন হাওয়ায় ভেসে চলে
রঙ রূপে ভরপুর চিরনবীন বসন্ত 
প্রেমহীন জীবনে বাঁধন ছেড়ে 
রঙে রঙে রাঙিয়ে বসন্তের আঙ্গিনায়
উচ্ছাস উষ্ণতায় হৃদয় ভরে
ছকে বাঁধা জীবনটায় বয়ে আনে
 বসন্তে  খুশীর ছোঁয়া
শৈশব স্মৃতি রঙিন পাতায় 
রঙ মাখে ফাগুন হাওয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ