দুটি বিপরীত শব্দ
চিরদিনের বৈষম্য গরীবের প্রতি
ধনীর অবহেলা ঘৃণার আচরণ
একেই আকাশ প্রকৃতির রূপ রঙ
দু চোখ ভরে দেখার অধিকার সমান।
সত্যের মাপকাঠিতে ধনী গরীবের জন্ম
মৃত্যুর দিনক্ষণ যখন একজনের হাতে
তবে কেনো দুটি বিপরীত শব্দ ধনী গরীব
জীবনযাপনের পার্থক্য এত দুনিয়াতে।
টাকা আছে যার জোর খাটে তার আরও
চায় লোভ লালসায় উদর ভরে
আত্মতুষ্টির ঢেকুঁর তোলে গরীব নুনে ভাতে
হাড় ভাঙা পরিশ্রম রুজি রোজগারে ।
ধনীর অট্টালিকার নরম বিছানা নির্ঘুম
গরীবের শান্তির ঘুম খোলা আকাশ
ধনীর নামী দামী রেষ্টুরেন্ট খাওয়ার অপচয়
ক্ষুধার্ত চোখ গরীবের উপবাস ।
গরিবের সঞ্চয়ে ধনীর প্রদর্শনী দুর্নীতি
কুকীর্তির যত রঙ্গশালা
ধনীরা উড়ায় দুহাতে টাকা গরীবের
পেটে ক্ষুধার জ্বালা।
গরীবের খাতায় লিখেছে নাম দারিদ্র্যের
কশাঘাত ধনীর উপহাস
গরীবের লড়াই আজীবন বেঁচে থাকার
ভাগ্যের নির্মম পরিহাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন