বিদায় বেলা
,✍️উমা মজুমদার
৩১/১২/২২
তিনশো পঁয়ষট্টি দিন, বারো মাসের ব্যস্ততা
বদলায় না কিছুই দিন গোনা, আসা যাওয়াতে
গুটি গুটি পায়ে এগিয়ে চলি ,নতুন কিছু আশায়
নতুন বছরের গন্ধ খুঁজে বেড়ায় ,পুরোনো স্মৃতিতে।
ভোরের সূর্য উঁকি দিয়ে যায়, চেনা পথে প্রতিদিন
বর্তমান হারিয়ে যায় প্রতি মুহূর্তে, বাস্তবতার ভীড়ে
ইশ্বরের কাছে একটি প্রার্থনা, যাহা কিছু আসুক জীবনে
সবকিছু সহ্য করার ক্ষমতা যেনো, প্রদান করেন নতুন বছরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন